Back

বিদ্যালয়ের নিয়মাবলী:

১। ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় ইউনিফর্ম পরিতে হইবে। উক্ত ইউনিফর্ম অবশ্যই বিদ্যালয় রুচিসম্মত হওয়া বাঞ্ছনীয়।
২। বিদ্যালয় অফিস হইতে ব্যাজ সংগ্রহ করা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের অবশ্যই কর্তব্য।
৩। প্রত্যেক ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ের প্রার্থনা সভায় যোগদান অবশ্যই বাধ্যতামূলক।
৪। বিদ্যালয় পরিচ্ছন্নতা রক্ষা করা এবং বিদ্যালয়ের দ্রব্য সামগ্রী রক্ষা করার দায়িত্ব প্রত্যেক ছাত্র-ছাত্রীর।
৫। বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষিকার বিনা অনুমতিতে বিদ্যালয় পরিত্যাগ করা চলিবে না। চতুর্থ পিরিয়ডের পর টিফিনের বিরতি ছাড়া কোন ছাত্র / ছাত্রী শ্রেণীকক্ষ ত্যাগ করতে পারবে না।
৬। বিশেষ কারণ বশতঃ অনুপস্থিত থাকলে দিনলিপিতে অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে। বিদ্যালয় চলাকালীন উপস্থিত ছাত্র/ছাত্রীকে ছুটি নিতে হলে অভিভাবককে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকার অনুমতি নিয়ে ছাত্র/ছাত্রীকে সঙ্গে নিয়ে যেতে হবে।
৭। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিনীত এবং ভদ্র আচরণের অধিকারী হইতে হইবে।
৮। শিক্ষাবর্ষের প্রথম দিকেই বিদ্যালয়ের সমস্ত প্রাপ্য পরিশোধ বাধ্যতামূলক।
৯। বিদ্যালয়ের পালনীয় দিনগুলিতে বা প্রতিটি অনুষ্ঠানে যোগদান করিতে হইবে
এবং বৎসরে কংপক্ষে ৮০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকিতে হইবে।
১০। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ৮০ শতাংশ উপস্থিতির কম হইলে তাহা নিয়মিত পরীক্ষার্থী হিসাবে গণ্য হইবে না।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পোশাক:

  • ছাত্রদের জন্যঃ-
  • পঞ্চম হইতে অষ্টম শ্রেণি পর্যন্ত- সাদা হাফ শার্ট ও নেভি ব্লু প্যান্ট। নবম হইতে সাদা হাফ্ সার্ট ও নেভী ব্লু ট্রাউজার্স।
  • ছাত্রীদের জন্য:-
  • পঞ্চম হইতে অষ্টম শ্রেণি পর্যন্ত-সাদা ফ্রক ও নেভী ব্লু’স্কার্ট।
  • নবম শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত সাদা সালোয়ার কামিজ, সাদা ওড়না।
  • একাদশ শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নীল ব্লাউজ ও নেভী ব্লু পাড় সাদা শাড়ী / সাদা শোভনীয় সালোয়ার কামিজ, সাদা ওড়না।