Career Counselling by Alumni students
মাননীয় প্রাক্তন ,প্রাক্তনী দের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ।আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে অভূতপূর্ব সাড়া আপনারা দিয়েছেন, তাতে বর্তমান বিদ্যালয় পরিচালক সমিতি এবং আমি প্রধান শিক্ষিকা ,অত্যন্ত অভিভূত। এখানে আরেকটি কথাও আমি বলতে চাই যে ,বর্তমান ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার বিষয়ে একটি ক্লাস করতে চাই। যাঁরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ,তাঁদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমার নম্বরে(৯৭৩৩৮২৭৮৫৭) একটু যদি যোগাযোগ করেন, তাহলে নির্দিষ্ট একটি দিন ঠিক করতে আমাদের সুবিধে হয় ।এ বিষয়ে আমরা আগামী ২৫/০১/২৫ তারিখ বিদ্যালয়ে উপস্থিত থাকার ও নিজ অভিজ্ঞতা ছাত্র ছাত্রী দের সামনে তুলে ধরেন তবে তারাও সমৃদ্ধ হবে।অনুগ্রহ করে যোগাযোগ করলে বাধিত হবো।
ধন্যবাদ।
প্রধান শিক্ষিকা



